Khoborerchokh logo

২৬ মার্চ২০২২ এ বীর মুক্তিযোদ্ধাদের চুড়ান্তা তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী 95 0

Khoborerchokh logo

২৬ মার্চ২০২২ এ বীর মুক্তিযোদ্ধাদের চুড়ান্তা তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,াতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নির্ভুল যাচাই-বাছাই করা চূড়ান্ত তালিকা চলতি মাসেই ওয়েবসাইটে দেওয়া হবে। আগামী ২৬ মার্চ২০২২ইং এ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে (গেজেট আকারে)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব‌ইয়ের মোড়ক উন্মোচনকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন,স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশের জন্য জাতীয় সংসদের আগামী অধিবেশনে আইন পাস করার খুব বেশি সম্ভাবনা রয়েছে। তারপর দেশবিরোধী রাজাকারদের তালিকাও প্রকাশ করা হবে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com